মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ - ১৩:০২
মাওলানা কাল্বে সাদিক পুরস্কার

হাওজা / পদ্মভূষ বিজয়ী প্রয়াত ডাঃ কাল্বে সাদিকের স্মরণে লাখনউতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 'ইয়াদ সাদিক' শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরালার গভর্নর আরিফ মুহাম্মদ খান।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, লাখনউতে প্রয়াত ডা: কাল্বে সাদিকের স্মরণে পদ্মভূষ পুরস্কার বিজয়ী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 'ইয়াদ সাদিক' শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরালার গভর্নর আরিফ মুহাম্মদ খান।

'কেয়ফী আজমি' হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শহরের সাহিত্যিক, ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে নির্বাচিত ব্যক্তিত্বদের কাল্বে সাদিক পুরস্কারে ভূষিত করা হয়। আরিফ মোহাম্মদ খান ডাঃ কাল্বে সাদিকের ব্যক্তিত্ব ও সেবার কথা তুলে ধরেন এবং শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত কাল্বে সাদিকের ছেলে সাবতায়েন নূরী, মাওলানা ইয়াসুব আব্বাস, ডক্টর শারিব রুদলভি এবং ফখরুদ্দিন আলী আহমেদ মেমোরিয়াল কমিটির চেয়ারম্যান তোরাজ জাইদি।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha